breach - nei shekor كلمات الأغنية
Loading...
আমি যে পথহারা
আমার নেই কোনো শান্তির নীড়
খুঁজে ফিরি তাই তাকে
আমার স্বপ্নে দেখা বসন্ত
কোনোদিনও সত্যের রূপ নিলো না
খুঁজে ফিরি তাই আমাকে
আমি আমার কাছে মিথ্যা…
আমার আছে শুধু আঁধার আকাশে
আমার চোখের জলে দিন গড়ায়
কেন আমার কেন
শেকড়ের ভেতরটা শূণ্য…
ফিরে আসার শরণ
কাঁদায় আবার আমারে
যদি ইচ্ছে করে আমারই
আসব আমি ফিরে সবারই কান্নারই মাঝে
আমারই কান্না দেখে সুখ নিয়ে
প্রাণ খুলে সবাই তখন হাসবে!!!!!
আমার আছে শুধু আঁধার আকাশে
আমার চোখের জলে দিন গড়ায়
কেন আমার কেন
শেকড়ের ভেতরটা শূণ্য…
সে আসে, সে আসে…
আমার এ পৃথিবী এতো রঙিন মানুষ
অনেক কঠিন মানুষ সবে মিলে পারাবে
সবারই কথাতে আছে অনেক স্বার্থকতা
কেউ আসবে নাকো পরের আশাতে…
كلمات أغنية عشوائية
- claudio villa - è più forte di me كلمات الأغنية
- bad history month - nature كلمات الأغنية
- kellly - сейчас (now) كلمات الأغنية
- grupo firme - te estaré esperando (part. la arrolladora banda el limón) كلمات الأغنية
- centomilacarie - notte vodka كلمات الأغنية
- luhstar - so stressed out كلمات الأغنية
- mejibray - victim(ism) كلمات الأغنية
- iceman_fanta - doing a loop كلمات الأغنية
- tempo - te habla كلمات الأغنية
- godforbid (rapper) - don't know me like that كلمات الأغنية