blood - shotti ar mitthey كلمات الأغنية
সত্যি আর মিথ্যে, আমি আটকে পড়ছি বৃত্তে
তবু ম-ম চিত্তে হাঁটছি দিন,
গোলাপ আর চাবুক, ওরা একইসাথে থাকুক
এ শরীরে মিশুক নির্ভয়ে…
সত্যি আর মিথ্যে, আমি আটকে পড়ছি বৃত্তে
তবু ম-ম চিত্তে হাঁটছি দিন,
গোলাপ আর চাবুক, ওরা একইসাথে থাকুক
এ শরীরে মিশুক নির্ভয়ে…
প্রেমের ঠিকানায়, রোজ চিঠি পাঠায়
ব্যর্থ এ প্রেমিকের কলম,
নিরুদ্দেশের পাখি, কার খাঁচা ভরালি?
ছেড়ে এই অরণ্য পাঁজর…
কিছু স্মৃতি-বিস্মৃতি, আমি টেনেছি ইতি
তবু হৃদয়ে ভীতি কেন বাড়ে?
এই অন্ধকারের পথ আমি পেরিয়ে যাবো
আমি ফিরিয়ে দেবো তোমায় আলোয়,
এই অন্ধকারের পথ আমি পেরিয়ে যাবো
আমি ফিরিয়ে দেবো তোমায় আলোয়…
ঠিক আর ভুল যুদ্ধে, হারিয়ে আসল ইচ্ছে
জিততে চাইছে বিচ্ছেদের নেশা,
আঘাত আর আদর, ওরা টেনে দিক চাদর
এ জীবন মৃত্যুর অপেক্ষায়…
স্বপ্নের ঘুম ভাঙে, বাস্তব বিছানাতে
চোখ বোজে আসল-নকল জালে,
তুমি আর আমি, সময়ের আসামী
কমদামী জটিল অধ্যায়ে…
সব না রাখা কথা, ধুয়ে গেছে কবিতা
তবু প্রথম ছবিটা কেন ডাকে, কেন ডাকে?
এই অন্ধকারের পথ আমি পেরিয়ে যাবো
আমি ফিরিয়ে দেবো তোমায় আলোয়,
এই অন্ধকারের পথ আমি পেরিয়ে যাবো
আমি ফিরিয়ে দেবো তোমায় আলোয়…
ভুলে যাওয়া আসলেতে রূপকথা
নাটকীয় সংলাপে গা ঢাকা,
মন জুড়ে সহবাসী ভালোবাসা, স্মৃতি নিয়েই.
সুখ খোঁজে আপোষের সমাধানে
অচেনা সে আলোকিত ছায়াপথে,
একা ঘরে, ঘিরে ঠাসা রাত বলে সবই…
সত্যি… মিথ্যে…
সত্যি আর মিথ্যে,
সত্যি… মিথ্যে…
সত্যি আর মিথ্যে…
কিছু স্মৃতি বিস্মৃতি, আমি টেনেছি ইতি
তবু হৃদয়ে ভীতি কেন বাড়ে, কেন বাড়ে?
এই অন্ধকারের পথ আমি পেরিয়ে যাবো
আমি ফিরিয়ে দেবো তোমায় আলোয়, তোমায় আলোয়,
এই অন্ধকারের পথ আমি পেরিয়ে যাবো
আমি ফিরিয়ে দেবো তোমায় আলোয়, তোমায় আলোয়…
كلمات أغنية عشوائية
- laura lynn - dokter bernard كلمات الأغنية
- overpade - stuck! كلمات الأغنية
- the lillingtons - hopes and dreams كلمات الأغنية
- 超特急 (bullet train) - 8号車との歌 (singing with 8 train cars) كلمات الأغنية
- the listeners - house full of orchids كلمات الأغنية
- raiser rcu - skame كلمات الأغنية
- evan wheel - december كلمات الأغنية
- isabela merced & eiza gonzález - fearless (valiente duet) كلمات الأغنية
- the truu - uber كلمات الأغنية
- i.better.die - minden rendben كلمات الأغنية