
black - shokarto upokul كلمات أغنية
Loading...
শোকার্ত উপকূলে গাঢ় অন্ধকার
মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপেক্ষায় নেই, জানি
তবুও কথার টানে এখানে এসেছি
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ?
যদিও তোমার গান বুঝিনি কখনও
তবুও নিয়ত ক্ষয়ের পাশে
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
আমি বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
كلمات أغنية عشوائية
- vanesa martín - tic tac - feat. la mari de chambao كلمات أغنية
- trove - higher than the moon كلمات أغنية
- bruce springsteen - tenth avenue freeze-out (springsteen on broadway) كلمات أغنية
- kitty - r.r.e.a.m. كلمات أغنية
- joeville - oms interlude كلمات أغنية
- griffe¥ jr. - splenda + chicken tenders كلمات أغنية
- nebo7 - понедельник كلمات أغنية
- bottleneck - trucks gone wild كلمات أغنية
- n.o.r.e. - vitamins كلمات أغنية
- benji & fede - safari كلمات أغنية