
black - daak lyrics
Loading...
একদিন বলেছিলে বন্ধু
বৃষ্টি ভালোবাসো
চলোনা ভিজে যাই আজ বিকেলে?
একদিন বলেছিলে বন্ধু
মিছিলে যাবে
চলোনা রাত জাগি সংগ্রামে?
তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাঙতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।
পুরনো পথ ছিল ঢাকা মুখোশে
কাঠের সিঁড়ি তে ছিল রক্তের দাগ
ও পথ হেঁটো না বন্ধু কিছু পাবে না
দেখো লক্ষ শিশু কাঁদে তোমার অপেক্ষায়
তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাংতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।
তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাংতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।
Random Lyrics
- karasu (scare crew) - umbrella lyrics
- james wolf - consciousness lyrics
- tellali - the baiter lyrics
- windrunner - lotus lyrics
- lovedrug - garden of computer spit lyrics
- sos - jackpot lyrics
- eliezer - real ones lyrics
- funkdoobiest - who's the doobiest lyrics
- mad young darlings - heat lyrics
- gezypzy - single #1 lyrics