kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

black (band) - jiboner ba pashe كلمات أغنية

Loading...

জানি না
এভাবে কে বসে থাকে
জীবনের বাঁ_পাশে হাঁটে
হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ

এই তো সব
আর কিছু যে নেই
কেবলই শূন্যতার ছাই
ভাসে নিরন্তর
ভাসে কেবলই বাঁ_পাশে
ভাসে…

হাঁটে আর দেখে
(এসব, আর কিছু নেই)
বায়বীয় এক সুখ
(কেবলই শূন্যতার ছাই)

হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...