black (band) - blues and rod كلمات الأغنية
Loading...
স্পর্শ নয়, মৌনতা নয়, পাশাপাশি থাকা
মাটির গভীরে মাটি, আর জলের গভীরে জল
কাব্য নয়, রাত জাগা নয়
পাশাপাশি থাকা
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
এরকম ভালোবাসায় বিশ্বাসী নও তুমি
অথচ তোমাকে আজ দেখি এই আমি
অজস্র ছায়ার পাশে দাঁড়িয়ে
কি যেন খুঁজছো
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতর ক্রোধ
রোদের ভেতর রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
كلمات أغنية عشوائية
- the black keys - nova baby (live in portland, me) كلمات الأغنية
- seo in guk - 너를 좋아해 (i like you) كلمات الأغنية
- tiket - kuberikan segalanya كلمات الأغنية
- 鈴木愛奈 (aina suzuki) - 暁のdetermination كلمات الأغنية
- the cofields - royalty كلمات الأغنية
- loco03 - fake كلمات الأغنية
- francis garcia - the other shadows. كلمات الأغنية
- where we are (aka john delugi) - the alignment of david كلمات الأغنية
- ombladon - muia-i ruptă din rai كلمات الأغنية
- sin boy - oxi كلمات الأغنية