
black (band) - amra كلمات أغنية
Loading...
[verse 1]
দু’জনকে আজ মনে হয় দু’গ্রহের
তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক
ছুটে যেতে চাই দূরে
অথচ তোমাকে এড়াতে পারি না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি
[verse 2]
কখন সময় হবে দূরত্ব বাড়াবার?
আমি এসবের শেষ কথা জানি
কখনও সে আলোয় মুখোমুখি হলে
কেউ কারো মুখ চিনবে না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি, আমি
[instrumental bridge]
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
كلمات أغنية عشوائية
- róisín murphy - unputdownable كلمات أغنية
- proph3cy - put em up' كلمات أغنية
- danny kaye - snow كلمات أغنية
- mike tompkins - firework كلمات أغنية
- the screwed up click - right here كلمات أغنية
- after the calm - porcelain كلمات أغنية
- dunson - back quiet كلمات أغنية
- bedford falls - colorblind كلمات أغنية
- theophilus london - love is real (fred falke remix) كلمات أغنية
- salute the sun - tlg كلمات أغنية