
biva - rinijhini nupur paaye كلمات أغنية
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি?
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি নেবে কি?
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড়বন্যা
আমার ছোট তরী বলো
যাবে কি, যাবে কি?
নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী, বলো নিবে কি?
চাঁদের আলো যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যতো ভালোবাসি তারে দূরে রয়ে যাবে
তা তো আমি জেনেছি
একপায়ে নূপুর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী বলো
যাবে কি, যাবে কি?
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো নেবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
তোমার ছোট তরী বলো নেবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
كلمات أغنية عشوائية
- kyle beats collective - let me down كلمات أغنية
- babii moe - static كلمات أغنية
- sade susanto - i love you, no matter كلمات أغنية
- sinner's rise - babylon كلمات أغنية
- theodor andrei - gheață-n pahar كلمات أغنية
- bipolar sunshine - romance كلمات أغنية
- hdbeendope - what who كلمات أغنية
- dima ron, collex - стараться (try) كلمات أغنية
- moonw4y - жальчто (sorry about) كلمات أغنية
- jourdan brothern - i'm tired كلمات أغنية