
biplob - mon bhalo nei كلمات أغنية
Loading...
হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না ।।
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
ভুল করেছি আমি পাহাড়ি মেয়ের কথায়
মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়
মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ী জড়ায় না
উদাসী উদাস পুরে মহুয়া ছড়ায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমা
كلمات أغنية عشوائية
- x-man - coolin (prod. newkamp) كلمات أغنية
- nick heyward - the goodbye man كلمات أغنية
- angèle - patrick كلمات أغنية
- afghan haze - gin whore كلمات أغنية
- matte roxx! - early morning dreams come true. (acoustic) كلمات أغنية
- o.g. - täter كلمات أغنية
- dee holt - olivia كلمات أغنية
- did brock - loka de love كلمات أغنية
- jeremy messersmith - 666 كلمات أغنية
- alexis saucedo - old meme road 3 كلمات أغنية