biplob - mon bhalo nei كلمات الأغنية
Loading...
হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না ।।
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
ভুল করেছি আমি পাহাড়ি মেয়ের কথায়
মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়
মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ী জড়ায় না
উদাসী উদাস পুরে মহুয়া ছড়ায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমা
كلمات أغنية عشوائية
- biollo - tudo acabou كلمات الأغنية
- trey coachman - cinemetropolis (remix) كلمات الأغنية
- emma mullings - dream again كلمات الأغنية
- noah north - blvd كلمات الأغنية
- fiona flores - nfw (no f*ckin' way) كلمات الأغنية
- vaca - barbara كلمات الأغنية
- oliver alexander - slippin' كلمات الأغنية
- luvabstract - lost girls كلمات الأغنية
- cecilio g - 500 كلمات الأغنية
- barrako 27 - saudoso hard club كلمات الأغنية