
bilu siddiqui - valobeshe shokhi nivrite jotone كلمات أغنية
Loading...
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে।।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
(end)
كلمات أغنية عشوائية
- asanté (la) - everybody tries كلمات أغنية
- ημισκούμπρια (imiskoubria) - 1, 2, 3, ωωπ! كلمات أغنية
- gülyaz məmmədova - səninlə birlikdə qocalmaq istəyirəm كلمات أغنية
- didjits - elvis' corvette كلمات أغنية
- muzz - circles كلمات أغنية
- nista niente beats - anocher كلمات أغنية
- son volt - someday is now كلمات أغنية
- mcnamara feat. sarassas music - ...¡y mi marido? كلمات أغنية
- astra van nelle & der lorbeerstorch - war das alles umsonst كلمات أغنية
- poor man's poison - good people كلمات أغنية