kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bihan - packet (প্যাকেট) كلمات الأغنية

Loading...

[chorus: bihan]
packet, packet কথা_বার্তি এডির clap_এ পটকা বাজে
প্রত্যেক track_এ 1230 klassick bracket মারি জায়গায় ধইরা
bag_এ ভর্তি body ফালাই safe_এ (ah)
নলা পড়ে ছ্যাপে
খাড়া মহল্লা পুরা ব্যাকে খাড়া
packet, packet, packet কথা_বার্তি এডির clap_এ পটকা বাজে
প্রত্যেক track_এ 1230 klassick bracket মারি জায়গায় ধইরা
bag_এ ভর্তি body ফালাই safe_এ (ah)
নলা পড়ে ছ্যাপে
খাড়া মহল্লা পুরা ব্যাকে খাড়া

[verse 1: chef_iq]
ayo, buzz, they don’t know the first rule
we bust through
সামনে যেইডা ওর যাইবো front tooth
second কথা নলি ভাঙার হোক বা খাবার
মহল্লা under one roof
beast কামড়ায় ধরে যেমনে rubu
লিখি art of war, sun tzu
পটকানোর আগে দৌড় দে
নয়লে চিন্তা করবি কেন দিলাম না
যখন chef ছিল ঠিক mode_এ
মাথা flip mode, পুরা scotch slaughter loaded
scene murder তর মুখে লাগ সব cl!ck mode
শিক ব্যাডা 24/7 beef mode
wrong on the building
কথা কবি যেমনে বাপের লগে কস নাইলে রাখবি distance
যেই পানিতে আছি নামলে ডুইবা যাইবো তর existence glitch_এ
এডি agent smith কলম দিয়া stiches
দ্যাখ, ব্যাটা matrix_এ neo কে
তর লাইগা এইটা doa
বাইর হইলে আমার মায়ও করে তর লাইগা doa
clown show_এর এডি পাইটু বেচে ভুট্টা
খেলা দেখবি boundary_তে বাঘ হোক বা কুত্তা
তর ৬ কদম আগে দেখি তুই মুর্দা
তাই কইতাসি পার হইস না boundary আমি buddha
তর জীবন wrong pace_এ, আসোস তুই wrong place_এ
break দে ব্যাটা , দৌড়াইতেসোস wrong race_এ
করতে সিলাই doctor_ও কইবো, “contest”
record দ্যাখ 1230 file ব্যাটা wrong case_এ
prey যাতে না হস ব্যাটা জলদি ধর prayer
বানামু ৪ টা কইরা pair বহামু উল্টা কইরা chair
যুদ্ধে উঠাস white flag আর আমরা red like air
বাঁইচা আসোস আমগো লেইগা
you can’t see me but i’m there
[verse 2: bihan]
klassick খিলাফত, nitty_gritty sk!lls dirty
k!llaz কোপ, ragemode bigger smoke
snare keep the meters note
shot লয়া হুদাই পইড়া গেলি ব্যাটা শিকারে
beat_এ tag মারি তর পরিবারের চিৎকারে
সঙ্গ মাথা পিশাচের
স্বভাব তোর চোরের মতো, ট্যাকা কই হিসাবের?
তর মতো লবণখোরের জায়গা ওই rehab_এই
তর remix vocal লয়া বানাই দিসি kkk
ব্যাটা beat_এর লাইগা পা চাটতি এই bihan_এর
fresh chick লাগায় condom ফালাইসিলাম মিরপুরে
কোন খানকি ভোঁদায় লয়া পয়দা লুল্লি জুয়েলের
আর এডি চাপা চোদায়, রাস্তায় ধইরা ছাপা খুলা
1230 আসল গুন্ডা, আর ভোঁদাই নামে alpha
মাগার ব্যাবসা নরম তুলার
হাত দিস না গরম চুলায়
আমগো কথা লিখা প্রত্তেক রাস্তার ধূলায়
সবডির মুখে আমগো কাহিনী
bangla hip_hop heritage ব্যাটা
আমগোর_ই তো কাহিনী
খাইসলত দ্যাখ নিজের বুইড়া নারী কেলেঙ্কারি
নসিয়ত দ্যাখ নিজের, জন্মের পর মা ছাইড়া
ভবিষ্যৎ wack তোর
meme দিয়া দিন মজুরি
আমগো খিদা বড় ব্যাটা
wrong side are’s bag খোড়
billa যেডি আগে বাড়া, গনি টিল্লা আগে কারা?
জবান খুললে তোলপাড়, local বয়ান হুইনা পিসে খাড়া
ঠোলা ভর্তি খাটি মাল ভুয়া সবডি drop_এ টাল
বাজে পাড়া_ পট্টি থেইকা গ্রাম_গঞ্জ আর নদী_খাল
[verse 3: shezan]
ওই তর চক্ষু কানা ধোঁয়া দা
তর লোয়া তর গোয়া দা
bangla rap_এর গরু এডি মানুষ করি ঠুয়া দা
আমি bangla rap_এর মিস্তরি
তুই bangla rap_এর virus
পায়ে পিন্দা ঢুকোস জুতা গলাত পিন্দা বাইরাস
এনতে টোক্কা দিমু mic_এ তগো বিচি হুইদ্দা লড়বো
গুল্লি খায়া না রে উয় দি গুটি খাইয়াই মরবো
চালে আগুন দিস না নিজের চুলায় ভাত উডা
পাইটু concert এ camera না হাত উডা
বেয়াদবের বদ নসীব, চালু পায়ে পইড়া গুরু ক
বাজান, tupac না নাপাক তুই যা ঢিলা কুলুপ ল
ছ্যাকে career তর মাজা ভাঙা যেমন second bracket
time machine বানায় past_এ যামু তর বাপরে দিমু packet (ah)
এডি মাইরা চলে আমার line আমার swag
আমার পায়েরতে মাথা ধরি get_up রে
never forget তর set copy করে চলে wrong side_এর setup রে
পুরা culture_এ আমার blueprint, আমার গানের reference_এ shooting
এরলিগা তর ভাইয়ে baap mode, ওগো মায়ে আমার বউয়ের সতীন
মুর্দা জিন্দা করসি scene_এ দেন তালি
তুই মালখোর হুনসোস shen খালি
বাকি bandana, k!llaz, eklai shoi
outlawz গেসে bouncer_ই
দেইখা মাইনষের ভালা মনে শান্তি নাই
আমার না তর_ই দি শান্তি চাই
বাকি নকলা গো লাইগা knockout
তগো লাইগা নতুন গানের time_ই নাই
ski mask না তর কানটুপি, k!llaz গানে গানটুপি
গানের মাইরে_চাইরে তুই উঠতে বইতে নাম ক’বি
পুরা কইলে ধরা বাজান, গল্প কইলে half ক’বি
আমার নামেই নাম তর আজকের তে আমারেই তর বাপ কবি
packet তর best mc, আমগোর কথা_বার্তি একের
আংগো লাইন হুইনা পাইটু আংগো লয়া লেখে
যেই প্যাক পারায়া চলতাসি তুই আসিলি ওই প্যাকে
যেশুম shezan খাড়া mic_এ পুরা নারায়ণগঞ্জ back_এ
[chorus: bihan]
packet, packet কথা_বার্তি এডির clap_এ পটকা বাজে
প্রত্যেক track_এ 1230 klassick bracket মারি জায়গায় ধইরা
bag_এ ভর্তি body ফালাই safe_এ (ah)
নলা পড়ে ছ্যাপে
খাড়া মহল্লা পুরা ব্যাকে খাড়া
packet, packet, packet কথা_বার্তি এডির clap_এ পটকা বাজে
প্রত্যেক track_এ 1230 klassick bracket মারি জায়গায় ধইরা
bag_এ ভর্তি body ফালাই safe_এ (ah)
নলা পড়ে ছ্যাপে
খাড়া মহল্লা পুরা ব্যাকে খাড়া

[verse 4: hannan]
(যা’গা তাইলে?)
হুন জইল্লা লাভ নাই জ্বইল্লা আসল কথা কই ওই খুইল্লা
গিঁট্টু দিসে কেডায় খুইল্লা সবই লাইসোত খায়া ভুইল্লা
দশ বছরের খাটনি তর ঢাইক্কা দিসি এক পৃষ্ঠা মেইল্লা
তরা খেলোস game ভোঁদাই আমরা দিসি তগো খেইল্লা
ক্ষার খায় সবডি কাম লয়া, চলোস আমগো নাম লয়া
বেঁচোস আমগো নাম কয়া, টানোস পল্লিত গাম বয়া
রাস্তায় পাইলে টান লইয়া টান_ই দিমু জান লয়া
আগে_পিসে চুদি_পাদি সামনে ভাই ভাই জান কইয়া
চামে চুইয়া চামচিকা চাইটা ছাড়লো চাইর_চাল্লি
কানের ভিত্রে গান চলবো না bar_এ চলবো মাইর খালি
হাড্ডি_পাসলি packet_এ তর back up pack up pocket_এ
current বিচ্ছাস ভালো কথা হাত দিস না তয় socket_এ
packet, packet, packet কথা_বার্তি এডি
bangla rap_এ পাত্তি এডি, অল্প বয়সে বাত্তি এডি
হামলাইয়া ঘেডি, আমি ready
ছবি তুইলা “ভাই, ভাই” এডি, রাস্তার জিনিস খাই না এডির
ভাঁজ খায় খালি bustard এডি, চুরি_চামারিতে master এডি
scene_এর এইডা vaccine তগো ঘুইরা ফিরা এক scene
মুখ না তো hit machine পাঁচ শুন্যের লগে cash in
আমরা check দিয়া দেই check_in না
kitchen ভর্তি chicken দা, টিকা ছাড়া টিকে নাই
এইডি চাপা তরটা বিকে না
চামার চামার তোমার ভাই_বেরাদার সব দলীয়
rapper এডি রানের চিপার মাথাত ভরা পোলিও
আর কতকাল বানচানপুইরা মাঝেমধ্যে কলিও
পুড়াইস তগো কপাল মন্দ ঘুরে খালি শনিও

[verse 5: vyper]
আন্ধার মানিক টান্ধার মানিক সবডি চিনে ধান্দার money
ধান্দা এইডি ওই ধান্দা না ধেন্দা এডির জীবনবাণী
মুরগি দেখলেই টোপ দিবো
জানি কে কতটুক দিবো
জিহ্বা এডির শুকনা মাগনা পানি পাইলেই মুখ দিবো
লাগবো এমন গান যেইডা হুনলে বাজে কান
ঝইরা পড়া পানের গানের ঝোলা রাইখা কামে যান
জাহাঙ্গীর, বিকাশ, কালাচান, কেডা টিপু সুলতান খান
তাওয়া গরম লাউরা alpha_র কইলজা pocket লইয়া টান
এডির উপ্রে উডার বেলনা হাতে খেলনা লইয়া জীবন পার
হাঙ্গা কইরা হাঙ্গামা আর পাঙ্গা কইরা বেল্লাপার
পান্তা ভাতে ভিজায় নিজে নরম এডি প্রত্যেকবার
গরম ভাতের যোগ্য না তুই দেখ তর লাইগা তুই ভাতের মাড়
পাইটু তগো ছ্যাঙ্গা যেইডি কাগজ প্যাঁচায় পুড়ায় লাই
foot দিয়া তো খেলি ball হাতে লইয়াও ঘুরাই লাই
forma গুলা form_এ গেলেই পঙ্গু করা mission
আমগো চোখ দিয়া যা দেহি বাইচ্ছা হকের কথাই কইয়া লাই
কানার কাম কী কাঠগড়াতে? বয়রা বেচে কানা রে
কাম না থাকলে গুনবি কয়ডা বিচি থাকে আনারে
জিহবা কাইটা সেলাই করুম বানায় কইলে কথা রে
দাঁতের লগে দাঁত লাগায়া মোচড় মারুম থোতাতে
ধুলাবালি মুছলে দেখবি খালি তগো নিচেরতে উপরমহল
packet কথা_বার্তি এডির clap_এ পটকাই
rapper নকল দাবার court_এ থাবার method
from home undercover record
আদার দিয়া থাবা মাইরা packet, packet

[verse 6: coldkraft]
নজর আমগো উপ্রে যেমনে আগুন লাগায় গেছে
content দরকার পোলাপানগো এডি ছাই আর মুর্দা বেচে
বেচে বেচে বিক্রির product ভরা
market দেশে racket বানায়
rapper এডি vogus, focus কইরা আমগো দেখে
কেমনে laps চালাই track_এ
করলে speed হইবো damage
bars মাপতেও লাগবো carrete
এরা ঘরে বইসাই savage
cold season in this b_tch
তাই ঢুকিস গায়ে দিয়া jacket
ঠেকায় লুটি যেমনে ডাকাত কাপড় রাইখা চাপাই
চামার দরকার ভাইগো, সবটাই আমান
আদান প্রদান চলে চালান
mic_এ হুইনা আমগো আওয়াজ সবডি বইয়া না যান
দাঁত লাগাইসে plastic এর চাপা দেহি নড়ে না
তর মরা দেহে মুতবো মাইনষে ছুঁইবো না কেউ খাটিয়া
ওয় নামে রাজা মুকুট ছাড়া মেথর করে গু সাফ
চাপা বেইচা আর কি কাম ব্যাক খোদার দোহাই লাগে চুপ থাক
খ্যাপ মাইরা চালা সংসার আর তো জমতাসে না
talent চোর_চোট্টার দরজায় কব্জা
wrong side এর নামে করা patent
ধোপ থিকা খোপে কান যায় এত লম্বা কাটা channel
আমগো soldier রাস্তাঘাটে যেমনে millitary parrade
লাউড়া লাফায় তোগো নামে মাগনা গাঁঞ্জা দিলেই mannage
তোরা গতকাল আসিলি big fan আজকে দিবার আইসোস challenge
ব্যাডা তর audio_video মিলে না এনতে বাইর হ লয়া baggage
নাইলে বস্তায় ভইরা সস্তা এডি packet, packet, packet

[chorus: bihan]
packet, packet কথা_বার্তি এডির clap_এ পটকা বাজে
প্রত্যেক track_এ 1230 klassick bracket মারি জায়গায় ধইরা
bag_এ ভর্তি body ফালাই safe_এ (ah)
নলা পড়ে ছ্যাপে
খাড়া মহল্লা পুরা ব্যাকে খাড়া
packet, packet, packet কথা_বার্তি এডির clap_এ পটকা বাজে
প্রত্যেক track_এ 1230 klassick bracket মারি জায়গায় ধইরা
bag_এ ভর্তি body ফালাই safe_এ (ah)
নলা পড়ে ছ্যাপে
খাড়া মহল্লা পুরা ব্যাকে খাড়া

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...