
bhanga bangla - jutar bari كلمات أغنية
[verse 1: ivory shakur]
hater কে দেখলে তো খাচ্ছি
মরে যা, মরে যা, মরে যা (মরে যা)
এখন কি করবো, কি বাকি (কি)
সকালে কাজে তো জাচ্ছি (জাচ্ছি )
আম্মুর খাওয়া মজা তো খাচ্ছি (খাচ্ছি )
বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি (বিরিয়ানি )
খালি খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি (যাচ্ছি )
তিন বেলা পেট ভোরে খাচ্ছি
রামাদান এ রোজা রাখি (রোজা)
বাসার গন্ধ পেঁয়াজু ভাজি (ভাজি )
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ (মাশাল্লাহ)
তোমরা কি করো তো জানি না(জানি না)
আমাদের মতো আর পাবা না (পাবা না)
আমাদের মতো আর বানায় না (বানায় না)
টাকা বানাই, কাওকে দেখাই না
আমরা তো ঢাকাইয়া ঢাকাইয়া
[pre chorus: ivory shakur]
জুতার বাড়ি
পাছা টা ধরলে তো পিটাবো (পিটাবো)
ওরা খানকি
বাংলা রাপ এর রাজা আমি
জুমাহ পরি
আমাদের গান গুলা মরিচ
আমাদের বন্দুক যায় বুম, বুম
চোখ খুলা রাতে নাই ঘুম
আমার বোনের নাম হলো ফাতিমা (ফাতিমা )
সবুজ কুর্তা হলুদ পায়জামা (পায়জামা)
আম্মু তো নোয়াখালী নোয়াখালী (নোয়াখালী)
রাসেল ভাইয়া নাম হলো ছোটমা (ছোটমা)
খালাম্মা নাম হলো লাবু (খালাম্মা)
বেগুন ভর্তা সাথে আলু
আমার চোখে দেখবা আগুন (আগুন )
ইলুমিনাটি না এটা জাদু
[chorus: ivory shakur]
জুতার বাড়ি
পাছা টা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ী
সুন্দরী সুন্দরী সুন্দরী
ওরে বাবা
বাঙালি বাঙালি বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া ঢাকাইয়া
[verse 2: 41x & ivory shakur]
খামাখা ওরা তো কথা তো বলে
কিছু তো বুঝে তো না
ঘুষি তো মারবো তো তোমাকে মুখে
তুমি তো পরে যাবা
মাটির উপরে
যদি তো উঠে তো গুলি তা খায় খায় খায়
গুলি তা পায়
তুমি তো পরে তো যায়
ওরা তো সব পায়খানা
কিছু তো বুঝে না
পয়সা তো বানায় না
টাকার উপরে আমি সাঁতার করি আমি অনেক পয়সা পাই
তুমি অনেক ময়লা যদি মাংস খাও
যদি মাইয়া আমার সাথে প্রেম করতে চায়
তো মাংস তো খাবা না
মাংস তো খাবা না
যদি তুমি খাও আমি তোমাকে ধরবো না
আমার থেকে চাও তুমি আমাকে পাবা না ‘
যখন ঘুমাইতে যাও
আমি ঘুম থেকে উঠি
আমার সব মাইয়া রা খুশি
এইখানে আমার সাথে তুমি
আমি চাই আমি চাই আমি
আমি পাবো যেইটা চাই আমি
তোমাকে আমি চাই না
পছন্দ করি না
সর
পছন্দ করি না
সর
পছন্দ করি না
সর (সর)
পছন্দ করি না
সর (সর)
সরে যা
যাও
সরে যা
যাও
সরে যা
যাও
পছন্দ করি না
সর
[chorus: ivory shakur]
জুতার বাড়ি
পাছা টা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ী
সুন্দরী সুন্দরী সুন্দরী
ওরে বাবা
বাঙালি বাঙালি বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া ঢাকাইয়া
[verse 3: young prince]
ইয়ং প্রিন্স
পরিষ্কার (yo)
তোমাদের মুখে তো ময়লা (ছিঃ)
স্বপ্ন দেখেছি
যখন আমি ছিলাম বয়স্কার (ছিঃ)
i’m the hero of bangladesh
এরজন্য আমি পরি চশমা
আমি চাই টাকা আর পয়সা
আমার মেয়েরা পুরা মশলা ( উফফ )
ওরে বাবা ওরে বাবা
ওরে বাবা ওরে বাবা
ওদের তো প্রিয় তো কে?
ভাঙা বাংলা ভাঙা বাংলা
বাংলা বাংলা
ওরা তো জানে না (ওরা তো)
বাঙালি বাঙালি বাঙালি (বাঙালি)
বাঙালি বাঙালি বাঙালি (বাঙালি)
ভাঙা বাংলা অনেক চালাক
তোমরা তো গাধা, বোকা
তোমরা তো পাগলা (ছিঃ)
মুরগি আর হাঁস তো খাই না
পাখিরা বন্ধু
খালি খাই ডাল ভাত
জীবনে আমি তো হারি না
খালি জিতি, খাবির আর খামজাত
মাইয়া রা খালি তাকায়
চেহারা শাহরুখ আর সালমান
সুন্দরী
বান্ধবী ( উহ উহ)
baddie in a saree (উহ উহ)
রাজকুমারী, রাজকুমারী (উহ)
ঝামেলা ঝামেলা (yea, yea)
হৃদয় বুকের থেকে ছিড়ে ফেলে (ছিঃ)
ঝামেলা, ঝামেলা, ঝামেলা
ঝামেলা, ঝামেলা, ঝামেলা (ছিঃ)
[chorus: ivory shakur]
জুতার বাড়ি
পাছা টা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ী
সুন্দরী সুন্দরী সুন্দরী
ওরে বাবা
বাঙালি বাঙালি বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া ঢাকাইয়া
[chorus: ivory shakur]
জুতার বাড়ি
পাছা টা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ী
সুন্দরী সুন্দরী সুন্দরী
ওরে বাবা
বাঙালি বাঙালি বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া ঢাকাইয়া
كلمات أغنية عشوائية
- esbie fonte - promise كلمات أغنية
- skibs - hong kong to brooklyn, pt. 2 كلمات أغنية
- som clan - ещё одна история (one more story) كلمات أغنية
- hide tyson & trozos de groove - pikandotetabriks كلمات أغنية
- батишта (batishta) - model-357 كلمات أغنية
- まりなす (marinasu) - my venus كلمات أغنية
- kevin dickerson - we are all connected كلمات أغنية
- atm business network - gigi x vogue كلمات أغنية
- may d - e dey your body كلمات أغنية
- jay lee webb - i come home a-drinkin’ كلمات أغنية