
bhanga bangla - 4am in dhaka كلمات أغنية
আমরা তো বাঙালি, বাঙালি
ছোট বোন বাঙালি, বাঙালি
ভাই’রা তো বাঙালি, বাঙালি
বিদেশি গাঞ্জা তো গোলাপি
নাকের ফুল রং হলো খিচুড়ি
যেখানে যাই আসে বান্ধবী
আম্মু বানায় মজার বিরানি
আমার মেয়ে মিষ্টি তো জেলাপি
গাঞ্জার গন্ধ হলো শুঁটকি
সবজির সাথে চানা পুরি
ভর্তার সাথে ডাল আর আচার
৩টা ভাই ভূতের বাচ্চা
সকালে উঠে খাই পরোটা
আলুভাজি লাউ করলা
আমরা তো রাজা আর রাণী
সুন্দর মেয়ে বেগুনি শাড়ি
আমাদের লজ্জা নাই, লজ্জা কী?
টাকা তো কিছু না, খরচ কী?
যেটা চাও আমি কিনবো
দরকার হলে আমি নিবো
বড় বিড়াল, ওরা ইন্দুর
ঢাকা থেকে লাথি দিবো
কবরের ভেতরে আকিব
নানুকে বুকে তো রাখি
ঢাকাতে থাকে তো নানী
১টা, ২টা, ৩টা বাড়ি
৩টা পাখি, ৯টা গাড়ি
আব্বুর মতন মুখে দাড়ি
আমার গান শুনতে তো পারে না (পারে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
মানুষের কথা তো লাগে না (লাগে না)
আমরা তো ফাইজলামি করি না (করি না)
তোমাদের comments পড়ি না (পড়ি না)
দুই হাতে মেহেদি তো পরি
সময় নাই, পরি না ঘড়ি
পৃথিবীর সব জায়গায় গরিব
সকালে নামাজটা পড়ি
কে বলে কী
আমি জানি না, জানি না
কে বলে কী
আমি জানি না
গাঞ্জা খাই, cannabis
গাছে তো উঠে তো পাই
তোমাদের এটা তো নাই
সকালে উঠে তো খাই
আমার গাঁজা অনেক জোরে
টাকা তো দিলে তো পাবা
অনেক মজা করে খাবা
অনেক মজা করে খাবা
আমার তো মাথা ঠিক থাকে না
আমার তো মাথা ঠিক থাকে না
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না
কে বলে কী
আমি জানি না, জানি না
কে বলে কী
আমি জানি না
গাঞ্জা খাই, cannabis
গাছে তো উঠে তো পাই
তোমাদের এটা তো নাই
সকালে উঠে তো খাই
আমার গাঞ্জা অনেক জোরে
টাকা তো দিলে তো পাবা
অনেক মজা করে খাবা
আকাশে ঘুমায় তো বাবা
বাঙালি, বাঙালি (বাঙালি)
দেখো আমার সুন্দর পাঞ্জাবি (পাঞ্জাবি)
সুন্দর শাড়ি পরে বান্ধবী (বান্ধবী)
mango লাচ্ছি, সাথে hennessy (hennessy)
যখন আমি টাল
আমি রিকশা ডাকবো (skrrt, skrrt)
shawty got the curve (উউউউ)
পাছা ঘুরাই নাচো, ঘুরাই নাচো
ওরা তো বলতে তো পারবে না
ওরা তো পৃথিবী বুঝে না
আমার তো মাথা ঠিক থাকে না
আমার তো মাথা ঠিক থাকে না
ভাঙা আয়নার উপ্রে হাঁটাবো (হাঁটাবো)
ভাঙা আয়নার উপ্রে নাচাবো (নাচাবো)
তোমার ছোট মাথা ফাটাবো (ফাটাবো)
ছাদের উপ্রের থেকে ফেলাবো (সাদেক)
খামাখা কথা বোলো না (চুপ কর)
থাপ্পড় দিবো সব পোলাপাইন (থাপ্পড়)
ভাতের পরে খাই গাঁজা আর পান
আমার খালুর নাম মুশার্ রফ খান
গুলশান থেকে উত্তরা (উত্তরা)
বাইরে গেলে বলে corona (corona)
আম্মু বানায় vegan শিশ কাবাব
মুড়ির ভর্তা বানায় যখন রামাদান (উউউ)
কে বলে কী
আমি জানি না, জানি না
কে বলে কী
আমি জানি না
গাঞ্জা খাই, cannabis
গাছে তো উঠে তো পাই
তোমাদের এটা তো নাই
সকালে উঠে তো খাই
আমার গাঞ্জা অনেক জোরে
টাকা তো দিলে তো পাবা
অনেক মজা করে খাবা
অনেক মজা করে খাবা
আমার তো মাথা ঠিক থাকে না
আমার তো মাথা ঠিক থাকে না
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না
কে বলে কী
আমি জানি না, জানি না
কে বলে কী
আমি জানি না
ya, yaa
চলো, চলো মেলায় যাই রে (মেলায় যাই রে)
বাঙালি, বাঙালি
california, la আয়রে (la আয়রে, la আয়রে)
আমরা রাস্তায় আর তোমরা নাই রে (তোমরা নাই রে)
lil prince
ভাঙা বাংলার গান কল্পনার বাইরে (কল্পনার বাইরে)
ya, yaa
আমি সত্যি থাকি, ১ হাজার يا والله (yeah)
যদি তুমি ফাজিল, আমি ঘুসি মারি (yeah)
সবাই দেখে আমাকে ডাকে মোহাম্মেদ আলি (yeah)
আমার চুলটা সুন্দর, আমার হাসি হাবিব ওয়াহিদ (উউউউ)
ল্যাম্বোরগিনি দরজা (উউউউ)
৭ হাজার ঘোড়া (উউউউ)
গল্প, গল্প, গল্প (গল্প)
এখন দিবো লজ্জা (উউউউ)
আব্বু করছে কষ্ট (উউউউ)
আম্মুর খাবার মজা (মজা)
মশলা, মশলা আরও মশলা (মশলা)
বন্ধু পাশে আছে ১০টা (ইশশশ)
পেট ভরে খাচ্ছি (খাচ্ছি)
no মুরগির মাংস, খাসি (no খাসি)
তুমি তো ছোটলোক (ছোটলোক)
তুমি তো ছোট একটা মাছি (মাছি)
আমার পাখি পাকা পেপে খায় (prrr)
young prince, young ফেরদৌস ভাই (উউউউ)
কথা কয়ে কোন লাভ নাই (নাই)
তোর টাকা নাই, তোর ভাত নাই
কে বলে কী
আমি জানি না, জানি না
কে বলে কী
আমি জানি না
গাঞ্জা খাই, cannabis
গাছে তো উঠে তো পাই
তোমাদের এটা তো নাই
সকালে উঠে তো খাই
আমার গাঞ্জা অনেক জোরে
টাকা তো দিলে তো পাবা
অনেক মজা করে খাবা
অনেক মজা করে খাবা
আমার তো মাথা ঠিক থাকে না
আমার তো মাথা ঠিক থাকে না
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না (থাকে না)
আমার তো মাথা ঠিক থাকে না
কে বলে কী
আমি জানি না, জানি না
কে বলে কী
আমি জানি না
كلمات أغنية عشوائية
- forgetthat - these dreams كلمات أغنية
- rruaris - egocentric كلمات أغنية
- smtk - マルデシカク كلمات أغنية
- vic spencer - 14 days at grant hospital كلمات أغنية
- hollyflame - летняя (summer) كلمات أغنية
- juno francis - beautiful stranger كلمات أغنية
- nrg99th - doug e fresh كلمات أغنية
- anurag halder - mere desh mein كلمات أغنية
- wolfy - loneliness and me كلمات أغنية
- icy eleni - like me كلمات أغنية