kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bhakter geet & bhakto kotha - krishna tumi kothay gele كلمات أغنية

Loading...

কৃষ্ণ তুমি কোথায় গেলে
আমার হৃদয় ভেঙে দিলে
কেন এভাবে ছেড়ে গেলে
স্মৃতির মাঝে রইলেম।

আমার চোখে জল শুধু
তোমার পথে রয়েছে ছবি
এই মন শুধু তোমার ছায়া
প্রভু কেন এতো দুরে?

হৃদয়ে তোমার বাঁশি বাজে
প্রেমের সুরে মিছে লাগে
তোমায় ছাড়া শান্তি নাই
মনের মাঝে কষ্টের ধারা।

তুমি যে সব ভালোবাসা
আমার কাছে শুধু বেদনা
পথের শেষে তোমায় পেলাম
প্রভু কেন এমন পিয়াসা।

তোমার নামে এ প্রাণ কাঁদে
ভালোবাসার প্রদীপ জ্বলে
ও কৃষ্ণ হায় ফিরে এসো
আমার মনের কানায় কানায়।

হৃদয়ে তোমার বাঁশি বাজে
প্রেমের সুরে মিছে লাগে
তোমায় ছাড়া শান্তি নাই
মনের মাঝে কষ্টের ধারা।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...