
besh achi - sivaji chatterjee كلمات أغنية
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
স্মৃতির সুরভি বুকে নিয়ে তার আমি বাঁচি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
দূরে চলে গেছে, তবুও মনের কাছাকাছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
كلمات أغنية عشوائية
- therealthewarrior - friend كلمات أغنية
- marii bandz - subtle كلمات أغنية
- ferdi tayfur - durun ayaklarım كلمات أغنية
- heavywood - draco كلمات أغنية
- peso (ita) - sempre in giro كلمات أغنية
- immature - is it me? (new orleans playa remix) كلمات أغنية
- conner smith - boots in the bleachers كلمات أغنية
- odola portu - ha vuelto a llover كلمات أغنية
- sofia carson - i hope you know كلمات أغنية
- קורין אלאל - yam ha'esev - ים העשב - corinne allal كلمات أغنية