besh achi - sivaji chatterjee كلمات الأغنية
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
স্মৃতির সুরভি বুকে নিয়ে তার আমি বাঁচি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
দূরে চলে গেছে, তবুও মনের কাছাকাছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
كلمات أغنية عشوائية
- mf grimm - static كلمات الأغنية
- redstarr - cookies n creme كلمات الأغنية
- massive töne - center of attention كلمات الأغنية
- anaïs mitchell - any way the wind blows كلمات الأغنية
- kozen - invisible كلمات الأغنية
- becky g & darell - mejor así كلمات الأغنية
- karmacoda - turn (takashi fujimori radio edit remix) كلمات الأغنية
- lil bitch (rapper) - you or no one (feat. becksuses & io) كلمات الأغنية
- endo (metal group) - los angeles times كلمات الأغنية
- fiend - woof! كلمات الأغنية