kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bay of bengal - vebe nio achi كلمات الأغنية

Loading...

যখন তোমার মনে পরবে আমায়
হয়তোবা আমি দূরে বহুদূরে
যখন তোমার চোখে পরবে ধূলিকণা
দূর থেকে আমি দেব ছোট্ট একটা ফুঁ

ভেবে নিও আছি তোমার চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার তেলরঙে
কিংবা কোমল তুলিতে

ঝড়ের রাতে বিজলির শব্দে
লুকিওনা ভয়ে
দেখ জানালায় উড়ে বেড়াই
আমি চড়ুই হয়ে
চেয়ে দেখ তোমার বাগানের
সদ্য ফোটা ফুলে আছি মিশে
শুনে দেখ হেঁটে হেঁটে
আছি নূপুরের শব্দে

ভেবে নিও আছি তোমার চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার তেলরঙে
কিংবা কোমল তুলিতে

ভেবে নিও আছি তোমার চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার তেলরঙে
কিংবা কোমল তুলিতে।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...