
bay of bengal - je shohore ami nei كلمات أغنية
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে ।
হয়ত কোনদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আর অধিক কালো
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে । (x3)
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা ।
كلمات أغنية عشوائية
- claudio villa - chiagneno pure ll'onne كلمات أغنية
- ak0 - само зло (evil itself) كلمات أغنية
- sheer mag - eat it and beat it كلمات أغنية
- eden - a last gasp of air كلمات أغنية
- hüseyn dərya - xatirə كلمات أغنية
- negative zero (blr) - дай мне яд (give me poison) كلمات أغنية
- mizukidz - super mario 69 كلمات أغنية
- min jaezi - right here كلمات أغنية
- sentino & dop - smooth كلمات أغنية
- dj chiclin - mix cono & carajo كلمات أغنية