
barney sku - raat كلمات أغنية
[intro: barney sku]
আ_আ_আ_আ
আ_আ_আ_আ
[chorus: barney sku]
কেন খেলো লুকোচুরি?
প্রিয় তুমি আমারই
মুখে নেই কেন হাসি?
চোখে চোখ রেখে বলি
ভেঙো না আমার মন
এনে দিবো যা_ই চাও
আমি চাই তোমাকে, তোমাকে (uh, uh, uh, uh)
shawty কে রা_রা_রা_রা
রাতে পাওয়া যাবে না, ah_ah_ah
আমাকে করে সে high_high_high_high
hit on my phone tonight
যখনই মনে চায়
যখনই মনে চায়
[verse 1: barney sku]
যখনই মনে চায়
চলে আসো তুমি
জানি এখনও চাও আমাকে তুমি
রেখো না গোপনে কথা যা সব আছে
বলে দাও আমাকে
বলে দাও আমাকে
রাতে সে কাঁদে
মুখে হাসি, চোখে জল
বলো কীভাবে থামাই তোমার কষ্ট সব?
এই রাতে ভুলে যাও সবই
থেকে যাও, সাথী
[verse 2: kabir001]
কোনো কারণে যদি হাসো
জেনে রেখো সেই হাসি আমার
কোনো কারণে ভুল বুঝে
আমাকে তুলো না আবার
শিকার করে নিলে তুমি
বুক থেকে হৃদয় আমার
নীলাঞ্জনা তোমার কাছে রাত্রী চাঁদ বৃথা
[bridge: kabir001]
খোলা চুলে তুমি সামনে
বুকে ঝড় তুমি আনলে
রিমঝিম বৃষ্টির এ মূর্ছনায়, মূর্ছনায়, মূর্ছনায়
[chorus: barney sku]
কেন খেলো লুকোচুরি?
প্রিয় তুমি আমারই
মুখে নেই কেন হাসি?
চোখে চোখ রেখে বলি
ভেঙো না আমার মন
এনে দিবো যা_ই চাও
আমি চাই তোমাকে, তোমাকে (uh, uh, uh, uh)
shawty কে রা_রা_রা_রা
রাতে পাওয়া যাবে না, ah_ah_ah
আমাকে করে সে high_high_high_high
hit on my phone tonight
যখনই মনে চায়
যখনই মনে চায়
[outro: barney sku]
আ_আ_আ_আ
আ_আ_আ_আ
আ_আ_আ_আ
كلمات أغنية عشوائية
- d double e - it's a lot كلمات أغنية
- kathleen hanna - stay monkey كلمات أغنية
- clif traven - 6 كلمات أغنية
- beldina - miss understood كلمات أغنية
- usher - in my car كلمات أغنية
- deadly venoms - gets no better كلمات أغنية
- big quarters - never leave a crumb كلمات أغنية
- johnny rain - bl∆cky∆yo كلمات أغنية
- da dough - rayvinn skylar padilla + da dough 2016-present كلمات أغنية
- seven 212 (pl) - harry potter كلمات أغنية