
barney sku - dekhina كلمات أغنية
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
[verse]
তুমি কই? জানি না
তোমার আজকাল কোনো খোঁজ নেই
জেনে রেখো তুমি কার, তুমি আমার
শহরে শহরে তোমাকে নিয়ে আমি ঘুরি
যা কিছু করো, যা কিছু বলো আমি শুনি
তোমার নাম আমার মুখে রেখে বলি
এই গান, এই গান তোমায় নিয়ে
[bridge]
সে শুনে না
আমার কথা সে শুনে না
আমার কথা সে শুনে
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
كلمات أغنية عشوائية
- jovem malcon a.k.a sujo - cansado كلمات أغنية
- like a storm - enemy (live) كلمات أغنية
- lee rock - bondel كلمات أغنية
- sea oleena - gardens كلمات أغنية
- lahasna - liquore nero كلمات أغنية
- ness vally - private كلمات أغنية
- on/off - andjele كلمات أغنية
- mista meta - frühschicht كلمات أغنية
- psychs - action كلمات أغنية
- beauty brain feat. ms. nina - friki كلمات أغنية