bappi lahiri & rema lahiri - bolchi tomar kane kane كلمات الأغنية
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
চিরদিনই থাকবে একই… আমাদের এই ভালবাসা!!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
তুমি আমার অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন
হওনা তুমি আরও কাছের
হওনা তুমি আরও আপন
এক সাগরে মিলবো বলে
তোমার আমার স্রোতে ভাসা
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আমার তুমি…
كلمات أغنية عشوائية
- seeb - unfamiliar كلمات الأغنية
- kubilay karça - konuma gerek yok كلمات الأغنية
- shxlinho & andy - saucy flex كلمات الأغنية
- jireel - den sommaren كلمات الأغنية
- gui grativol - mais alto كلمات الأغنية
- dumfuxk - falling problems كلمات الأغنية
- washimember - sentido común كلمات الأغنية
- mark the beast - in love with the devil (eliminate remix) كلمات الأغنية
- perfect confusion - make peace and be free كلمات الأغنية
- wallflower - on & on كلمات الأغنية