
bappi lahiri & rema lahiri - bolchi tomar kane kane كلمات أغنية
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
চিরদিনই থাকবে একই… আমাদের এই ভালবাসা!!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
তুমি আমার অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন
হওনা তুমি আরও কাছের
হওনা তুমি আরও আপন
এক সাগরে মিলবো বলে
তোমার আমার স্রোতে ভাসা
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আমার তুমি…
كلمات أغنية عشوائية
- ava d’amato - trouble كلمات أغنية
- rat tv - она — оно (she is it) [right version] كلمات أغنية
- mitch murder - dynamic ad insertion كلمات أغنية
- tempesst - tidal wave كلمات أغنية
- sysuev - kiss me with your voice كلمات أغنية
- oli outside spaceman zack - stardust كلمات أغنية
- lady heroine - into the fire كلمات أغنية
- sebastian leguizamon - clowning around كلمات أغنية
- 796 - too much gas كلمات أغنية
- the glow (indie rock) - memories كلمات أغنية