
bappa mazumder - shopner jahaj كلمات أغنية
Loading...
বিকেলে সন্ধ্যা নামে
সন্ধ্যায় নামে রাত
তুমি রোজ নিয়ে যাবে
আমার সকল সাধ
আমার প্রিয় সবকিছু
ছোঁয়ার আগেই হারিয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
শহরের আকাশটাকে
বানিয়েছিলাম ঘর
হাত বাড়িয়ে নিয়ে গেলে
পুরোটা শহর
আমার প্রিয় সবকিছু হায়
তোমার চোখে জড়িয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
ভোরের আগেই হলো সূর্যটা উধাও
স্বপ্ন হারাবে দূর আঁধারে কোথাও
সব নিও না কিছু তো রেখে যাও
চাই না হারাতে বাঁচার অাশাটাও
আমার প্রিয় সবকিছু হায়
ছোঁয়ার আগেই হারিয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
كلمات أغنية عشوائية
- oxmo puccino - de prestige كلمات أغنية
- black kent - she will freestyle كلمات أغنية
- nikki lynette - city slickers كلمات أغنية
- lieutenant steez - tha word's freestyles كلمات أغنية
- nakk mendosa - au calme كلمات أغنية
- saintseneca - kill all animals كلمات أغنية
- tony dize - la noche está pa' jangueo كلمات أغنية
- baba brinkman - insomnia كلمات أغنية
- real rudeboy - diamonds (freestyle) كلمات أغنية
- terrence ryan aka t.ryan - a season early كلمات أغنية