bappa mazumder - proshno كلمات الأغنية
Loading...
খুব যে সহজ তবুও কঠিন
নিজের কথাগুলো খুলে বলা দায়
কঠিন কথাই সহজ করে
বলবো যদি শুনবে কি আমায়?
বলতে গিয়ে আবার যদি
একটু এলোমেলো হয়ে যায়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
একটু নাহয় দাও মনে ঠাঁই
না হয় যদি খুব বেশি ক্ষতি
ভাবনা ছাড়া সবটুকু বলে দিতে চাই
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
একটু হিসেব, জটিল তো নয়
খানিক ভাবো নাহয় আমায়
নীরব থেকে সবটুকু বুঝে নিতে হয়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
খুব যে সহজ তবুও কঠিন
নিজের কথাগুলো খুলে বলা দায়
কঠিন কথাই সহজ করে
বলবো যদি শুনবে কি আমায়?
বলতে গিয়ে আবার যদি
একটু এলোমেলো হয়ে যায়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
كلمات أغنية عشوائية
- cazadores - american lights كلمات الأغنية
- barry manilow - teach me tonight كلمات الأغنية
- rico love - champagne كلمات الأغنية
- barry manilow - they gave in to the blues كلمات الأغنية
- lady gaga - swine كلمات الأغنية
- lil twist - amsterdam كلمات الأغنية
- barry manilow - we've got tonite كلمات الأغنية
- madcon - drifting apart كلمات الأغنية
- chrishan - like a pimp كلمات الأغنية
- natalia kills - outta time كلمات الأغنية