kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bappa mazumder - mon lagate كلمات الأغنية

Loading...

[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো

[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো

[verse 1]
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি_কমা
[verse 2]
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো

[verse 3]
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু’চোখ ভেজা জলও

[verse 4]
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো

[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...