bappa mazumder - mon lagate كلمات الأغنية
Loading...
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 1]
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি_কমা
[verse 2]
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 3]
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু’চোখ ভেজা জলও
[verse 4]
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
كلمات أغنية عشوائية
- gomes aires - a deriva كلمات الأغنية
- cruzando el charco - morocha كلمات الأغنية
- bkrbabyboy - parisienne كلمات الأغنية
- peter's cry - amy كلمات الأغنية
- elias coronel - loving كلمات الأغنية
- jeremy camp - ready now كلمات الأغنية
- bon jovi - lay your hands on me (2003) كلمات الأغنية
- inbase - christine (demo version) كلمات الأغنية
- itzice - kxrvinho - diss كلمات الأغنية
- teresa storch - things will get better (reprise) كلمات الأغنية