
bappa mazumder - mon lagate كلمات أغنية
Loading...
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 1]
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি_কমা
[verse 2]
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 3]
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু’চোখ ভেজা জলও
[verse 4]
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
كلمات أغنية عشوائية
- manyice - different + thuggah كلمات أغنية
- connect - sloboda كلمات أغنية
- virgil thomson - susie asado كلمات أغنية
- napoli centrale - 'ngazzate nire street vers. كلمات أغنية
- coldplay - moses (live in sydney) كلمات أغنية
- no december - if i... كلمات أغنية
- sakuro - ice (лёд) كلمات أغنية
- chibon - снежинки (snowflakes) كلمات أغنية
- fakin pea$ & chri$$to - p1kmb2 كلمات أغنية
- summer dean - the sun's gonna rise again كلمات أغنية