
bappa mazumder - mehgey dhaka shoshi كلمات أغنية
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায় (আমারও মন সাথে বেজে যায়)
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
ওহ, শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
চেনা ঘাটে রেখেই দুপা
মুখ লুকায় সে লাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
ওহ, মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
এসেই শশী যায় উঁড়ে যায়
কথার ভাঁজে_ভাঁজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
(আমারও মন সাথে বেজে যায়)
(আমারও মন সাথে বেজে যায়)
كلمات أغنية عشوائية
- suzuya - ramasse tes entrailles lol كلمات أغنية
- wasuta - kira kira hologram (kira kira ホログラム) كلمات أغنية
- elevation worship - welcome resurrection كلمات أغنية
- nova & hiko momoji - hide n seek كلمات أغنية
- icaro e gilmar - cadê o fim كلمات أغنية
- pete townshend - love reign o'er me (2015) كلمات أغنية
- chí hướng - bởi không hiểu nhau كلمات أغنية
- stone gnome - boiling ice كلمات أغنية
- nter - picture frames كلمات أغنية
- estrada - everlong كلمات أغنية