bappa mazumder - mehgey dhaka shoshi كلمات الأغنية
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায় (আমারও মন সাথে বেজে যায়)
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
ওহ, শশী আমার নিজের মতো হাটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
চেনা ঘাটে রেখেই দুপা
মুখ লুকায় সে লাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
ওহ, মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী, আশায় চেয়ে থাকি
এসেই শশী যায় উঁড়ে যায়
কথার ভাঁজে_ভাঁজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেটে যায়
নূপুর বাজে তার দুপায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নূপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
ওহ
(আমারও মন সাথে বেজে যায়)
(আমারও মন সাথে বেজে যায়)
كلمات أغنية عشوائية
- samaris - 3y3 كلمات الأغنية
- kodak black - catch flight كلمات الأغنية
- fat trel - 1st of the month كلمات الأغنية
- klarstein - sommer كلمات الأغنية
- luke bryan - my ol' bronco كلمات الأغنية
- noah - kupu-kupu malam كلمات الأغنية
- mithoon & palak muchhal feat. benny dayal - keh bhi de كلمات الأغنية
- cimorelli - headlights كلمات الأغنية
- ricky conaway - changes (freestyle) كلمات الأغنية
- bruck - mount everest كلمات الأغنية