
bappa mazumder - kheyalipona كلمات أغنية
Loading...
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
রোদ্দুর খেলানো এ জীবন
চড়ুইভাতিতে বেছো মন
নিজেরই খেয়ালে সাজিয়ে
খেলা ভাঙো দৌড়ে পালিয়ে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
সময় নয় এখন রূপকথার
দৈত্য_দানো আর এক রাজার
দাও খুলে মনেরই দুয়ার
আছে যে অনেক রঙ রাঙাবার
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
কখনো বোঝনি আমাকে
كلمات أغنية عشوائية
- sajjad ali - tum naraz ho meray kitnay كلمات أغنية
- minus the bear - diamond lightning كلمات أغنية
- planetshakers - follow كلمات أغنية
- plain white ts - cell phone كلمات أغنية
- circa survive - the lottery كلمات أغنية
- plastiscines - barcelona كلمات أغنية
- platters - little things mean a lot كلمات أغنية
- planetshakers - shout it out كلمات أغنية
- plain white ts - rave كلمات أغنية
- circa survive - phantasmagoria كلمات أغنية