bappa mazumder - keu bole tui كلمات الأغنية
Loading...
কেউ বলে তুই দূরে উধাও
কেউ বলে তুই আঁছিস
আমি বলি আমায় ছাড়া
কেমন করে বাঁচিস
কেউ বলে তুই ভাগ্য লিখন
কেউ বলে তুই পাথর
কেউ বলে তুই প্রার্থনার
কারো শীতের চাঁদর
কেউ বলে তুই অপার আকাশ
কেউ বলে বালুকণা
কেউ বলে একজীবনে
যায়না তোকে জানা ii
সা রে গা মা মা পা .
সেদিন শুনি বলছে তারা
দেখতে পেল তোকে
কত কিছুই রটিয়ে দিল
কত রকম লোকে ii
কেউ বলে তুই অপার ঢেউ
তুই মৃত্যুর কাছাকাছি
আমি শুধু দেখিনা তোকে
অন্ধ হয়ে আছি
মেঘের রঙ্গে সাজিশ নাকি
আজ-ও বৃষ্টি এলে
পৃথিবী অবাক তাকিয়ে দেখে
হাজার দৃষ্টি মেলে ii
كلمات أغنية عشوائية
- sightlyne - clear as black كلمات الأغنية
- mouran - неосознанные сны {unconscious dreams} كلمات الأغنية
- gardennoise - love u كلمات الأغنية
- motörhead - climber (demo) كلمات الأغنية
- cory asbury - everything belongs كلمات الأغنية
- guus meeuwis - de olifant كلمات الأغنية
- ynkeumalice - sheisty girl كلمات الأغنية
- lvcas (bra) - odisseia كلمات الأغنية
- honeybeast - halleluja كلمات الأغنية
- mc v.v - perdendo a virgindade iv (part. boffe) كلمات الأغنية