bappa mazumder - din bari jay كلمات الأغنية
[pre_chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[pre_chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[hook: sandipan & tareq hasan]
ওহ_হো_হো_হো, ওহ_ওহ
ওহ_হো_হো_হো, ওহ_ওহ
ওহ_হো_হো_হো, ওহ_ওহ
ওহ_হো_হো, ওহ_হো_হো
[verse 1: bappa mazumder]
নদীরা বাঁধন হারা
আঁকাবাঁকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাঁধা
তোমারই সে সীমানায়
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[verse 2: bappa mazumder]
মেঘেরা ছন্নছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে যেন তবু ঝরবে বর্ষায়
এই নিয়তি বাঁধা
তোমারই সে আঙ্গিনায়
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: all three & bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: all three & bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[outro: sandipan & tareq hasan]
ওহ_হো_হো_হো, ওহ_ওহ
ওহ_হো_হো_হো, ওহ_ওহ
ওহ_হো_হো_হো, ওহ_ওহ
ওহ_হো_হো, ওহ_হো_হো
যত দূরে যাই (ওহ_হো_হো_হো, ওহ_ওহ)
জানিনা তো কবে (ওহ_হো_হো_হো, ওহ_ওহ)
জেনে রেখো শুধু (ওহ_হো_হো_হো, ওহ_ওহ)
ফের দেখা হবে (ওহ_হো_হো, ওহ_হো_হো)
যত দূরে যাই
كلمات أغنية عشوائية
- enina - я люблю (i love) كلمات الأغنية
- collusions! - out of time! كلمات الأغنية
- damfo - offyasleeve كلمات الأغنية
- syk - empathy كلمات الأغنية
- oxlade - ku lo sa (mixed) كلمات الأغنية
- aryond - paradoks كلمات الأغنية
- kryst3n - killswitch كلمات الأغنية
- a reason to breathe - era (s) ed كلمات الأغنية
- blantyy - ocean كلمات الأغنية
- iloveyoubrazzy - presagio كلمات الأغنية