
bappa mazumder - benananda كلمات أغنية
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
এবার মরে সোনা হবো গো
এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
মালা হয়ে উঠবো আমি
মালা হয়ে উঠবো আমি
বেনান্দের গলেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
এবার মরে সুতো হবো গো
এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
শাড়ি হয়ে উঠবো আমি
শাড়ি হয়ে উঠবো আমি
বেনান্দের অঙ্গেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
এবার মরে মাটি হবো গো
এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
কলসি হয়ে উঠবো আমি
কলসি হয়ে উঠবো আমি
বেনান্দের কাঙ্খেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
كلمات أغنية عشوائية
- zizi [pl] - dante كلمات أغنية
- rapport - going nowhere كلمات أغنية
- ceisxolper & lenixes - купил арбуз (bought a watermelon) كلمات أغنية
- 早見沙織 (saori hayami) - awake (tv ver.) كلمات أغنية
- ale barraquero & vega almohalla - braille كلمات أغنية
- tattooed love boys - fat cat كلمات أغنية
- nick cause - aphrodite (interlude) كلمات أغنية
- bad lip reading - theme (axe-assassin albertson) كلمات أغنية
- lawsy - dont stop كلمات أغنية
- tm كلمات أغنية