bappa mazumder - ajana a kon bhela كلمات الأغنية
লা_লা_লা, লা_লা
লা_লা_লা, লা_লা_লা
লা_লা_লা, লা_লা
লা_লা_লা, লা_লা_লা
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
আহ_আহ_আহ
আহ_আহ_আহ
আহ_আহ_আহ
আহ_আহ_আহ
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
আহ_আহ
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
كلمات أغنية عشوائية
- shirobeats - fall away كلمات الأغنية
- leubee - néant كلمات الأغنية
- 李克勤 (hacken lee) - 红日 (hong ri) كلمات الأغنية
- k-odd-ik - the way i feel inside كلمات الأغنية
- thiaguinho - me tira da mira كلمات الأغنية
- cartel mgm - 3 wishes كلمات الأغنية
- fiisk - passion كلمات الأغنية
- flux pavilion - savious (craymak vip remix) كلمات الأغنية
- dead jungle sledge - irrational beings كلمات الأغنية
- austiverse - resort كلمات الأغنية