
balam - ki nesha كلمات أغنية
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
চোখে চোখে চেয়ে থাকা
কবে হবে বলো কথা বলা?
আবেগী মন বাঁধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না
চোখে চোখে চেয়ে থাকা
কবে হবে বলো কথা বলা?
আবেগী মন বাঁধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
দ্বিধা ভেঙে কাছে এসো না
জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
দ্বিধা ভেঙে কাছে এসো না
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
كلمات أغنية عشوائية
- jui$emoney - up (feat. nico hustle & rawfish) كلمات أغنية
- gaby amarantos - tchau كلمات أغنية
- tormento - ti seguirò كلمات أغنية
- fabvl - palace in the sky كلمات أغنية
- jack griffin - you كلمات أغنية
- adam jensen - kids كلمات أغنية
- vado más ki ás - vida louca كلمات أغنية
- window kid & 1st born - amazon prime كلمات أغنية
- kleeer - get ready كلمات أغنية
- torvus - confound with god كلمات أغنية