kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

balam feat. julee - hridoyer thikana (feat. julee) كلمات الأغنية

Loading...

এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
এসো না মনের আঙিনায় সুরেলা সীমানায় মায়াবী কামনায় কখনো থেকোনা অজানায় রেখোনা নিরালায় বেলা অবেলোয়
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
মনের কোনো জানালা নেই তবু দেখো না অনায়াসেই ভালোবাসা বাধে বাসা চুপিচুপি ঘরে এসে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
চোখের কোন সীমানা নেই যেতে পারে বহুদূরে
রাগ অনুরাগ অভিমানে তোমার আমার হৃদয় পুরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না

এসো না মনের আঙিনায় সুরেলা সীমানায় মায়াবী কামনায় কখনো থেকোনা অজানায় রেখোনা নিরালায় বেলা অবেলোয়
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...