balam feat. julee - hridoyer thikana (feat. julee) كلمات الأغنية
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
এসো না মনের আঙিনায় সুরেলা সীমানায় মায়াবী কামনায় কখনো থেকোনা অজানায় রেখোনা নিরালায় বেলা অবেলোয়
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
মনের কোনো জানালা নেই তবু দেখো না অনায়াসেই ভালোবাসা বাধে বাসা চুপিচুপি ঘরে এসে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
চোখের কোন সীমানা নেই যেতে পারে বহুদূরে
রাগ অনুরাগ অভিমানে তোমার আমার হৃদয় পুরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
এসো না মনের আঙিনায় সুরেলা সীমানায় মায়াবী কামনায় কখনো থেকোনা অজানায় রেখোনা নিরালায় বেলা অবেলোয়
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
كلمات أغنية عشوائية
- kkami - haunt me كلمات الأغنية
- number teddie - prêmio كلمات الأغنية
- brahman_is_gone - i hate you barbra كلمات الأغنية
- exxy - dark كلمات الأغنية
- assasin (800 gz) - exposure كلمات الأغنية
- lil xmzy - ptsd كلمات الأغنية
- mahalia jackson - let's pray together كلمات الأغنية
- credibil - mittelmeer كلمات الأغنية
- mr. layer - all my life كلمات الأغنية
- 2kizz - abibas كلمات الأغنية