
bagdhara - tomaro ki pore mone (তোমারো কি পড়ে মনে) كلمات أغنية
Loading...
তুমি কোন মাসে এসেছিলে
আর কোন মাসে গিয়েছিলে
মনে তো আর পড়ে না
কোন এক নভেম্বরে
তোমার জন্য দাঁড়িয়েছিলেম
তোমারো কি মনে পড়ে না
তোমারো কি পড়ে মনে
রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না
তোমারো কি পড়ে মনে
দুপুরবেলা রোদে পুড়ে আমি দাঁড়িয়ে থাকতাম
তোমার পায়ে ছিলো রূপার নূপুর
আর তোমার ভাইয়ের বিদেশি কুকুর
দৌড়ে দৌড়ে আমার পিছু ছাড়েনা
আমার জুতার ভেতর পাঁচটা সেলাই
মনে কোন সেলাই যে নাই
তবুও তোমার মনে জায়গা পেলাম না
তোমারো কি পড়ে মনে
রিকশায় হাত চেপে ধরে আমি, ছাড়তে চাইতাম না
তোমারো কি পড়ে মনে
দুপুরবেলা রোদে পুড়ে আমি, দাঁড়িয়ে থাকতাম
আমার সারা_মাসে পকেট ফাঁকা
তোমার ফোনে দিতে টাকা
ফ্ল্যাক্সিলোডের দোকারদার আমায় ছাড়েনা
তোমার সস্তা খাবার পছন্দ না
আমার টঙে কাটে সকাল_সন্ধ্যা
পিজ্জাহাট ছাড়া আবার তোমার চলেনা
كلمات أغنية عشوائية
- russell dickerson - float كلمات أغنية
- turnpike troubadours - a tornado warning كلمات أغنية
- various artists feat. zaleha hamid - mabuk & judi كلمات أغنية
- kinglilak - untitled كلمات أغنية
- sabrina carpenter - tomorrow starts today (andi mack theme song) كلمات أغنية
- future & young thug - drip on me كلمات أغنية
- hoff dylan - 愛しあって世界は回る كلمات أغنية
- apathy feat. o.c. - perestroika كلمات أغنية
- andré norbeck - whipping كلمات أغنية
- iron chic - thunderbolts! كلمات أغنية