
bagdhara - proticchobi كلمات أغنية
Loading...
আঁধারের ঐ আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
আলোর ভীড়ে এঁকে যায় তোমার ছবি
আলোর ভীড়ে এসে হারিয়ে গেলে তুমি
খুঁজে ফিরি তোমায়
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
যদি কোনোদিন ভুল করে মনে পড়ে যায়
স্মৃতির পাতায় খুঁজে পাই
যদি কোনোদিন মেঘের ভাঁজে তোমাকে হারায়
বৃষ্টির শব্দে খুঁজে যায়!
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়
كلمات أغنية عشوائية
- john baumann - midland كلمات أغنية
- 410 - top stuff كلمات أغنية
- bvrnout & kromatiks - follow your heart كلمات أغنية
- anonim x madkid - lacoste كلمات أغنية
- ten sleep - st. petersburg كلمات أغنية
- hirie - lost and found كلمات أغنية
- jody miller - don't take it away كلمات أغنية
- dime - cada um pense por si (acapella) كلمات أغنية
- parasitic extirpation - spiraling كلمات أغنية
- kamiyada+ - midnight reign كلمات أغنية