
bagdhara - priyonmoyee (প্রিয়ন্ময়ী) كلمات أغنية
Loading...
lyrics:
তুমি আকাশ পথে যদি আমায় হারাতে
তুমি নদীর স্রোতে যদি আমায় ভাসাতে
তুমি সকালবেলার রোদে আমায় ঘুম ভাঙাতে
তুমি বিকেলবেলার নীলে আমায় রাঙাতে।
আমি যেতে চাইনা ঐ আকাশে
যদি হারানোর ভয় থাকে তোমাকে
আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে
তবু কেন তুমি ভেসে যাও ওপারে।
তুমি আমার হাতের আঙুল ধরে রাখতে
তুমি আমায় সীমাডোরে বেঁধে রাখতে
তুমি লুকোচুরি খেললে কেঁদে ফেলতে
তুমি আমার বুকে তোমায় গেঁথে রাখতে।
আমি যেতে চাইনা ঐ আকাশে
যদি হারানোর ভয় থাকে তোমাকে
আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে
তবু কেন তুমি ভেসে যাও ওপারে।
كلمات أغنية عشوائية
- spaceghostpurrp - 90's nigga كلمات أغنية
- mark morton - cross off كلمات أغنية
- hennie damé - balmains كلمات أغنية
- kid x (sa) - thanx كلمات أغنية
- lil soda boi - help كلمات أغنية
- colby crump - once upon a time كلمات أغنية
- dan bull - tomb raider كلمات أغنية
- katy perry - i kissed a girl (remix) كلمات أغنية
- spiritual front - battuage كلمات أغنية
- the dirty youth - requiem of the drunk كلمات أغنية