
bagdhara - pochish bochor(পঁচিশ বছর) lyrics
Loading...
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
আমি যদি জন্মের আগে মরতাম রে
তবে তোমার দেখা পাইতাম না
তোমার ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
তবু কেন এতো মায়া রে
আমায় বেঁধে সুতো গিট খায়
আমার বেঁধে সুতো গিট খায়
প্রতি স্টেশন থামি কার আশায় রে
তোমার স্টেশন কখনো তো আসেনা
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
Random Lyrics
- just fern - the bad times lyrics
- def (br) - bad trip lyrics
- georgio - hier lyrics
- the guadaloops - dos heridas lyrics
- julia holter - i would rather see lyrics
- ltz real-name - ignorant freestyle (extended) lyrics
- ensi - dreaming lyrics
- the prayer boat - saved lyrics
- don francisco - for a man to be alone lyrics
- benito kamelas - la copa américa lyrics