
bagdhara - pochish bochor(পঁচিশ বছর) كلمات أغنية
Loading...
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
আমি যদি জন্মের আগে মরতাম রে
তবে তোমার দেখা পাইতাম না
তোমার ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
তবু কেন এতো মায়া রে
আমায় বেঁধে সুতো গিট খায়
আমার বেঁধে সুতো গিট খায়
প্রতি স্টেশন থামি কার আশায় রে
তোমার স্টেশন কখনো তো আসেনা
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
كلمات أغنية عشوائية
- zeph - the roblox rap كلمات أغنية
- #gun (song gun hee) - 미친놈 (michinnom) كلمات أغنية
- patjane - habanero كلمات أغنية
- the ready set - 16 sundays كلمات أغنية
- ashleysmashlaay - you كلمات أغنية
- cast of “mamma mia! here we go again” - andante, andante كلمات أغنية
- k-mac (sl) - ko adare ( කෝ ආදරේ ) كلمات أغنية
- not ur girlfrenz - never stop كلمات أغنية
- sister hazel - firefly (lp version) كلمات أغنية
- steve aoki - shakalaka كلمات أغنية