
bagdhara - eto bhebona(এতো ভেবোনা) كلمات أغنية
Loading...
lyrics_
এতো ভেবোনা তুমি এতো ভাবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
কিছুদিন পরেই চলে যাবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।
বৃষ্টির ফোঁটাতে
একাকিত্ব জীবনের মতো নিঃস্ব হয়ে থাকা
নীরবে সয়ে থাকা হায়!
তোমার অন্ধকারে যে স্বপ্ন বয়ে চলে
তারে কি আর ধরা যায়।
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।
একদিন হারাবে
হারাতে হারাতে তুমি নিঃস্ব হয়ে যাবে
তারপরে কি হারাবে?
তোমার উদাসী মনে যত স্বপ্ন বয়ে চলে
তারে কি আর পাওয়া যায়?
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে।
كلمات أغنية عشوائية
- binyam & heinie nüchtern - fukk das airbnb ab كلمات أغنية
- elza soares - cadeira vazia كلمات أغنية
- oculus - ak-landiya كلمات أغنية
- logan michael - blood, sweat, and beers كلمات أغنية
- sewerperson & jabarionthebeat - nevada v1 كلمات أغنية
- oj da juiceman - in the club كلمات أغنية
- glitzyactive - progress كلمات أغنية
- marcelo e rayane - afogando as mágoas كلمات أغنية
- rubblebucket - truth in the air كلمات أغنية
- ibzy - discreto كلمات أغنية