kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bagdhara - bus sohokari كلمات أغنية

Loading...

[verse 1]
কুয়াশার চাদরে ঢাকা এই শহরে
দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে
ভেজা ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে
তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে
কাঁপা_কাঁপা গলাতে ডাকবো যে তোমাকে
কেন চোখ মেলে তুমি দেখলেনা আমাকে
জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে
বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে

[chorus]
আমি বাসেতে একা
আধো_ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস_সহকারী

[verse 2]
গোলাপের দোকানে, শাহবাগ মোড়েতে
দেখলাম তোমাকে আছো যে সেখানে
আমিও যাচ্ছি তোমার পেছনে
জানি না কপালে কোন যে শনি আছে
ডাকলাম তোমাকে নামটাও জানিনা যে
কি নাম তাও তা বলোনি যে আগে
ফিরে তাকালে হাতটাও দিলে তুলে
এই দৌড়ে পালাবো শু_টাই খুলে ফেলে
[chorus]
আমি বাসেতে একা
আধো_ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস_সহকারী

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...