
bagdhara كلمات أغنية
Loading...
আমার মন আকাশে উড়ে
বাতাসে নড়ে নড়ে
আমার মন গিটারের সুরে
বাহিরে ঘুরে ঘুরে
আমি বন্দী চারিদিকে
অন্য এক খেয়ালে
ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে
আমার অন্তরালে
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে।
আমি বন্দী কোনো পাখি
জানালায় মেঘ দেখি
আমি সুখী আমি সুখী
যখন নিজেকে (পাখি) ভাবি
আমি বন্দী চারিদিকে
অন্য এক খেয়ালে
ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে
আমার অন্তরালে
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে
আমি দাঁড়িয়ে ব্যাচেলর ছাঁদে
ঝরে পড়ি পাতার ফাঁকে
চার_পাঁচটা চিল উড়ে
আমার মাথার ভেতরে।
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে
كلمات أغنية عشوائية
- hello operator - decimator كلمات أغنية
- mireille lasme - baba god كلمات أغنية
- soilwork - desperado كلمات أغنية
- happy (band) - hooky كلمات أغنية
- blaze ya dead homie - tore down كلمات أغنية
- g.fit - trainingsanzug كلمات أغنية
- make me alive - contra tudo كلمات أغنية
- blackwinterwells - give loop كلمات أغنية
- gavin whyte - pressure كلمات أغنية
- ane brun - after the great storm كلمات أغنية