
bagdhara lyrics
Loading...
আমার মন আকাশে উড়ে
বাতাসে নড়ে নড়ে
আমার মন গিটারের সুরে
বাহিরে ঘুরে ঘুরে
আমি বন্দী চারিদিকে
অন্য এক খেয়ালে
ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে
আমার অন্তরালে
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে।
আমি বন্দী কোনো পাখি
জানালায় মেঘ দেখি
আমি সুখী আমি সুখী
যখন নিজেকে (পাখি) ভাবি
আমি বন্দী চারিদিকে
অন্য এক খেয়ালে
ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে
আমার অন্তরালে
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে
আমি দাঁড়িয়ে ব্যাচেলর ছাঁদে
ঝরে পড়ি পাতার ফাঁকে
চার_পাঁচটা চিল উড়ে
আমার মাথার ভেতরে।
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে
Random Lyrics
- zay swagg - me against everything lyrics
- the diplomats - get down lyrics
- julien doré - corbeau blanc lyrics
- jc (tscf) - rey cristo lyrics
- frank gambale - love set me free (feat. boca) lyrics
- melodime - little people lyrics
- cri-cri - los enanos toreros lyrics
- claudio zoli - cada um, cada um (a namoradeira) lyrics
- spade - clutch_2018-11-23 16-39-08_rec.wav lyrics
- aaron rumore - scampia lyrics