
babul supriyo - muchhe jaoa dinguli كلمات أغنية
Loading...
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা
কোথায় কখন কবে কোন তাঁরা ঝরে গেল
আকাশ কি মনে রাখে।।
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ লুকোচুরি
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৫৮
বিভাগঃ ছায়াছবি
كلمات أغنية عشوائية
- iiiamdemoi - deh shop كلمات أغنية
- kameleba - la cacha كلمات أغنية
- djavan - cedo ou tarde كلمات أغنية
- cristian ramirez rodriguez - for the fighters كلمات أغنية
- the true blue - what do you think of me? كلمات أغنية
- cicco sanchez - selfie كلمات أغنية
- burt bacharach - long after tonight is all over كلمات أغنية
- scala & kolacny brothers - ik hou van u كلمات أغنية
- chet baker - how about you كلمات أغنية
- goulag - los pepes كلمات أغنية