
babul supriyo - bhenge mor ghorer chabi كلمات أغنية
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন_পারে
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন_পারে
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর_দুয়ারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত_প্রভাতের পথের ধারে
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত_প্রভাতের পথের ধারে
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক_পারাবারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
বুঝি_বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
কে আমারে
কে আমারে
كلمات أغنية عشوائية
- keaton dekker - ityk كلمات أغنية
- od1ous - wht 2 do كلمات أغنية
- hearts - hollywood كلمات أغنية
- asher angel - no pressure كلمات أغنية
- alkpote - technologie sèche كلمات أغنية
- tony boy - infinit0 كلمات أغنية
- hilary duff - so yesterday (radio remix) كلمات أغنية
- nvdes - rock & roll كلمات أغنية
- left to suffer - blissful death كلمات أغنية
- chow mane - xanadu كلمات أغنية