babul kanti de - sob kota janala khule dao na كلمات الأغنية
Loading...
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।। চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
كلمات أغنية عشوائية
- taeyeon - all with you كلمات الأغنية
- devvon terrell - brand new drug كلمات الأغنية
- grand corps malade - 15h du matin كلمات الأغنية
- luminaries - peace كلمات الأغنية
- been stellar - kamikazes كلمات الأغنية
- inspire - rolex og كلمات الأغنية
- emily west - two sleepy people كلمات الأغنية
- sleep on it - fix the dark كلمات الأغنية
- miguel - crazy in love كلمات الأغنية
- lil mike the dyke - bet كلمات الأغنية