
azam khan - ore saleka ore maleka كلمات أغنية
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
[verse 1]
পাশের গাঁয়ে ছিলো সে
রোজই যেত এ পথ দিয়ে
পাশের গাঁয়ে ছিলো সে
রোজই যেত এ পথ দিয়ে
কেন সাধনা তার ভেঙ্গে গেল
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
[verse 2]
সাঁঝের বেলা নদীর তীরে
সেই যে গেল এলো না ফিরে
সাঁঝের বেলা নদীর তীরে
সেই যে গেল এলো না ফিরে
কেন হিংস্র স্রোত নিয়ে গেল
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
[verse 3]
আমি একা অবশেষে
কীপেলাম হায় ভালোবেসে
আমি একা অবশেষে
কী পেলাম হায় ভালোবেসে
কেন আমায় ছেড়ে চলে গেলো
[chorus]
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে ফুলবানু, পারলি না বাঁচাতে
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
ওরে সালেকা, ওরে মালেকা
كلمات أغنية عشوائية
- blizzard - f64 كلمات أغنية
- sketchy snekers - yams كلمات أغنية
- mike floss - flambe كلمات أغنية
- lil shmo - bs (ft. rambo gotti & kamilla) كلمات أغنية
- august henrickson - metatron's cube كلمات أغنية
- 104 & truwer - за край (over the edge) كلمات أغنية
- gabriel bruce - hold me close, holy ghost كلمات أغنية
- совергон (sovergon) - за руку (by the hand) كلمات أغنية
- lil cabello - blondie! كلمات أغنية
- craig morgan - hearts i leave behind كلمات أغنية