
azam khan - badha diona كلمات أغنية
Loading...
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম, ও মোর প্রেম ।।
ছোট থেকে বড় হলো যেখানে
ঘর বাঁধিবে ও সেখানে ।।
মনের মানুষ আমি,
আমিও কত চাহিলাম ।
প্রানে প্রানে প্রেমেরই সুধা
শুভ মিলন
মিলনে এলো যত বাঁধা ।।
মন যারে চায়
তারে ধরে রাখা
গেল না……
গেল দিয়ে বেদনা
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
চলে গেছে সে ভেজা নয়নে
রয়ে গেছে তবু মোর স্মরণে।।
মাঝে মাঝে রাতে
আমিও কত কাঁদিলাম
দুটি মনে ছিল কত আশা
প্রেমই জীবন
জীবনে শুধু ভালবাসা ।।
আজ কেন হায়
দূরে দূরে থাকা
জানি না
জানি আর পাবো না ।
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
এছাড়াও দেখুন…
كلمات أغنية عشوائية
- leftwing & kody, james hurr & i jah - music is the medication كلمات أغنية
- bosco herrero - inmortal 2 كلمات أغنية
- johnny loves me - acceptance كلمات أغنية
- rođa raičević - maro maro كلمات أغنية
- marquis of vaudeville - dear isabella كلمات أغنية
- eisregen - grenzgänger كلمات أغنية
- divide music - beginning of the end كلمات أغنية
- julia lov - regnar över stockholm كلمات أغنية
- sam tompkins - die for someone كلمات أغنية
- big sideways - conversations with a machine كلمات أغنية