
ayub bachchu - tumi chile كلمات أغنية
Loading...
শিরোনাম ঃতুমি চাইলে
গায়কঃআইয়ুব বাচ্চু
যোগ করেছেনঃএম এ রহমান রুমান
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি।
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মতো উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
كلمات أغنية عشوائية
- smiley entertainment - goro كلمات أغنية
- yochimu - flow witam كلمات أغنية
- biggheadss - cold blood كلمات أغنية
- spirits of the red city - as animal كلمات أغنية
- rayven justice - how i do it كلمات أغنية
- protextor - heatstroke كلمات أغنية
- roger whittaker - albany - german version كلمات أغنية
- do mc - papo de mc كلمات أغنية
- yo yo honey singh - yaar tera superstar desi kalakaar كلمات أغنية
- damien saez - le bal des lycées كلمات أغنية