ayub bachchu - tumi chile كلمات الأغنية
Loading...
শিরোনাম ঃতুমি চাইলে
গায়কঃআইয়ুব বাচ্চু
যোগ করেছেনঃএম এ রহমান রুমান
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি।
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মতো উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
كلمات أغنية عشوائية
- sanderfinger - før vi dør كلمات الأغنية
- jake causey - i don't wanna die كلمات الأغنية
- tarby - sunspots كلمات الأغنية
- mortecattiva - montessori كلمات الأغنية
- teddybdup - bloods games كلمات الأغنية
- elliott smith - baby britain (remix) كلمات الأغنية
- ambar lucid - candy كلمات الأغنية
- constant flow - 4 the living كلمات الأغنية
- climate control - brand new كلمات الأغنية
- boys beastie - so what'cha want the remixes كلمات الأغنية