
ayub bachchu - rater tara كلمات أغنية
শিরোনামঃ রাতের তারা
ব্যান্ডঃ এল আর বি
অ্যালবামঃ স্বপ্ন
রাতের তারার মতন আমার
প্রেম
কোনোদিন বুঝতে পারনি
এসেছিলে শুধু
দিনের আলোতে
কখনো আমায় তাই
ভালোবাসনি
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে (২)
সবকিছু এলোমেলো করে
চলে গেলে না বুঝে
কেন যে আমি তোমাকে
ভালোবেসেছিলাম এভাবে
বল না এখন কার ঘুমে
একা আমি থাকবো বেঁচে
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে
ভালোবাসাটুকু তোমায় দিয়ে
হারালাম সব ভুল করে
ভালোবাসাগুলো স্বপ্ন হয়ে
কাঁদায় শুধু আমাকে
বল না এখন কার ঘুমে
একা আমি থাকবো বেঁচে
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে
রাতের তারার মতন আমার
প্রেম
কোনোদিন বুঝতে পারনি
এসেছিলে শুধু
দিনের আলোতে
কখনো আমায় তাই
ভালোবাসনি
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে
আমি ভুল করেছি তোমায় ভুল
বুঝে
তুমি ভুল করেছো আমায়
ভালোবেসে
end
كلمات أغنية عشوائية
- zell - a-z (alphabet massacre) كلمات أغنية
- maximbady - best song ever created - hey baby كلمات أغنية
- hootenanny singers - där björkarna susa كلمات أغنية
- clara nunes - novo amor كلمات أغنية
- vanna - humaphobia كلمات أغنية
- ana paula valadão - me ama كلمات أغنية
- movies about animals - the last autumn i spent in normal كلمات أغنية
- david correy - ride it كلمات أغنية
- mc pelé - lança lança كلمات أغنية
- denzel benzel - extremist lava lamp كلمات أغنية