
ayub bachchu - baro mash كلمات أغنية
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আষাঢ় শ্রাবণ ঘন বরষার সাথে
দিনগুলি কাটে না বিরহ ব্যথাতে
আষাঢ় শ্রাবণ ঘন বরষার সাথে
দিনগুলি কাটে না বিরহ ব্যথাতে
আসছে মাসে না হয় পত্র দিও
আসছে মাসে না হয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
(end)
كلمات أغنية عشوائية
- lisa loeb - stay (i missed you) [acoustic] كلمات أغنية
- eye eight - %fakefriendsdemo كلمات أغنية
- jon buswell - sparkling ice كلمات أغنية
- lexi claire whitney - enchanted love كلمات أغنية
- toxi$ - act up كلمات أغنية
- árbol - sentir كلمات أغنية
- brunuss rizzo - mid90s كلمات أغنية
- anmod - hung up at the pale كلمات أغنية
- rich guala - one nite in la كلمات أغنية
- 原口沙輔 (sasuke haraguchi) - 為に (for) كلمات أغنية