
ayub bachchu - aktai mon كلمات أغنية
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একজন অসতী করে থাকে বসতি মানুষের মাঝে
জট পাকা সাধু কতটা অসাধু বোঝাবে কে আমাকে
আপন আপন করে সব কিছু ছেড়ে ছুড়ে উম্মাদ হয়ে গেছি আমি
রিয়েলেটি রয়্যালেটি কোনো কিছু নেই আর মানুষের মনে
বোকা সোকা ব্যাক্তি বেচে থেকে লাভ কি
পারবে না বাচাতে এই দেশটা কে
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
কখনো যদি হই বিশাল আকার
ভেঙেচুরে করে দিব ঠিক একাকার
তীব্র ব্যাথা গুলো বুকে জেগে থাকে
মানুষ পাইনা বোঝাবো তবে কাকে?
দাদা দাদিমা বাবা আর মা তুমি আর আমি আর বাচ্চা কাচ্চা গুলো
এর বেশি আর কিছু না,এর বেশি আর কিছু না,
এর বেশি আর কিছু না,এর বেশি আর কিছু না
জট পাকা সাধু কতটা অসাধু বোঝাবে কে আমাকে
একজন অসতী করে থাকে বসতি মানুষের মাঝে
ধার টাকা নিয়েছো মানুষের কাছে
নিঃস্বাস ধার নিবে তুমি কার কাছে?
এক নিঃস্বাসের বাহাদুরি যেন!
তেলে ভাজা গরম ডাল পুরি যেন!
এক কামড়েই যাবে পুরোটা পেটে
বাকি জিবন জাবে মাটিতে কেটে
গুনি লোক তুমি চিনবে কিভাবে
কথার জবাব যে দেয় না জবাবে
ওড়নাতে ভর করে বিশ্ব ভ্রমণ
পাগল হলে সবাই ভাবে এমন
দিনকাল সব কিছু পাল্টে গেছে
আগে পিছে ডানে বায়ে উল্টে গেছে
যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে
যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে
যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে
যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
كلمات أغنية عشوائية
- quinton marks ii - yuko كلمات أغنية
- the parlor - vampire boys كلمات أغنية
- mistah mez - hold me down كلمات أغنية
- christian weston chandler - i gotta make my move كلمات أغنية
- low down - intenz كلمات أغنية
- monsieur - un souvenir lointain كلمات أغنية
- azure the paradox - trailblazer كلمات أغنية
- kenny lattimore - push كلمات أغنية
- la synesia - puteuh كلمات أغنية
- da tweekaz - #tweekay16 كلمات أغنية