ayub bachchu, lrb - ঘুম ভাঙ্গা শহরে (ghum bhanga shohore) كلمات الأغنية
Loading...
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে.. সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ!!
স্বপ্নেরা হারিয়ে যায় সময়ের সাগরে
ব্যথার আবিরে কবিতা আঁধারে হারায়
ভাবনার ফুল ঝরে ঝরে যায়
জীবনেরও গান হয় না সুরের কাঙাল!!
শৈশব বিমূর্ত হয়
যায় না বোঝা যায় না..
আশার ঝর্না পায়না সুখের ঠিকানা..
হতাশা শুধু সাথী হয়ে যায়
সে কিশোর এবার জীবন ছেড়ে পালায়!!
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে.. সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ!!
كلمات أغنية عشوائية
- gogami - the unsung breweres كلمات الأغنية
- maggie andrew - come clean كلمات الأغنية
- bangs aob - lippe كلمات الأغنية
- crashmaestro - міраж (mirage) كلمات الأغنية
- tokyo town & piter-g - five nigths at freddy's كلمات الأغنية
- mali - semi automatic butane كلمات الأغنية
- the holocaust - killa cal lifestyle (original) كلمات الأغنية
- elevated $horty - bittersweet كلمات الأغنية
- bluhm - ranger كلمات الأغنية
- sadturs & kiid - bus freestyle كلمات الأغنية