ayub bacchu - shararat tumi كلمات الأغنية
সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে —-
চল বদলে যাই
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
কতরাত আমি কেদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
lyrics presented by fz
যতবার ভেবেছি ভুলে যাবো, আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি, ভুলে যেতে আামি পারিনা
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
كلمات أغنية عشوائية
- lil temich - суббота (saturday) كلمات الأغنية
- sandeul - 여름날 여름밤 (summer day summer night) كلمات الأغنية
- cave du 18 - telex n°2 a - (18/01/2020) كلمات الأغنية
- voz propia - fiestas negras كلمات الأغنية
- caden macdonald - cult figures that i miss كلمات الأغنية
- skydog music - shattered roses- acoustic version كلمات الأغنية
- crystal lake - road of torment كلمات الأغنية
- didirri - the critic كلمات الأغنية
- fixation - what we have done كلمات الأغنية
- darsley jft - i can't breathe كلمات الأغنية