
ayub bacchu - jibonanonder kobitay كلمات أغنية
Loading...
চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
كلمات أغنية عشوائية
- sumomo (スモモ/ซูโมโม) - shidare yanagi كلمات أغنية
- the white birch - small hours كلمات أغنية
- overdose - faithful death كلمات أغنية
- ashley monroe - flying كلمات أغنية
- oddcouple - dübelmann كلمات أغنية
- yxng kelo! (@yxng kelo!) - gta! كلمات أغنية
- nu colours - let freedom reign كلمات أغنية
- wisin & yandel - la mujer que deseo كلمات أغنية
- logan shelton - it is what it is كلمات أغنية
- f.e.a.t.s - stressing كلمات أغنية